ফুলবাড়ীতে অবিভক্ত বাংলার সাবেক এমএলএ রুপ নারায়ণ রায়ের ৪৩তম মত্যুবার্ষিকী পালিত 

 

 

মো. আফজাল হােসেন, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে অবিভক্ত বাংলার সাবেক এমএলএ বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সদস্য কমরেড রুপ নারায়ণ রায়ের ৪৪তম মত্যুবার্ষিকী  শুক্রবার পৃথক পৃথকভাবে পালন করা হয়েছে।

দিবসটি পালনের জন্য ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন গেরিলা মুক্তিযােদ্ধা বাহিনীর উদ্যোগ প্রয়াত রুপ নারায়ণ রায়ের জন্মভূমি উপজেলার ৫নং খয়েরবাড়ি ইউনিয়নের অম্রবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় চত্বরে সকাল ১১টায় এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন গেরিলা মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং গেরিলা মুক্তিযোদ্ধা অশ্বিনী মহন্ত’র সঞ্চালনায় আয়ােজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক  সংসদ সদস্য (ন্যাপ-মোজাফ্ফর) নেতা বীর মুক্তিযাদ্ধা কাজী আবুল কাশেম মােহাম্মদ লুৎফর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন,  দিনাজপুর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মাে. কামরুজ্জামান শাহ কামরু, ইউপি চেয়ারম্যান মাে. আবু তাহের মন্ডল, (ন্যাপ-মােজাফ্ফর) নেতা গেরিলা মুক্তিযােদ্ধা মো. আব্দুল আজিজ সরকার ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মাে. মােকছেদ আলী শাহ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শংকর প্রসাদ দাশ, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহকারি অধ্যাপক অনিল চন্দ্র রায় প্রমূখ।

সভায় কমরড রুপ নারায়ণ রায়ের হত্যাকারিদের আইনের আওতায় এনে দষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সভার শুরুতে দুষ্কৃতিকারিদের হাতে নিহত এমএলএ রুপ নারায়ণ রায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণসহ তাঁর বিভিন্ন সময় প্রয়াত দিনাজপুর জেলার ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন গেরিলা মুক্তিযােদ্ধাদের আত্মার শাÍন্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

স্মারণ সভায় দিনাজপুর জেলার ফুলবাড়ী, পার্বতীপুর, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলার দেড় শতাধিক ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন গেরিলা মুক্তিযােদ্ধা উপস্থিত ছিলেন।

অপর দিকে কমরেড রুপ নারায়ণ রায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুলবাড়ী উপজেলা শাখা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও রুপ নারায়ণ রায় স্মৃতি সংসদ যৌথভাবে পৌর শহরের পশ্চিম গরীপাড়া¯ অ¯স্থায়ী কার্যালয়ে বিকেল ৩টায় এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ফুলবাড়ী উপজেলা শাখা বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর জয় প্রকাশ গুপ্ত’র সভাপতিত্বে করেন এবং সাধারণ সম্পাদক এসএম নূরুজ্জামান জামানের সঞ্চালনায় আয়ােজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শাখা কমিউনিস্ট পার্টির সভাপতি এড. মেহেরুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক বদিউজ্জামান বাদল। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শাখা বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি প্রভাষক চন্দনা মন্ডল, প্রভাষক বিপ্লব দাস টুংকু, মােসলেম উদ্দিন, মতিয়ার রহমান প্রমূখ। উল্লেখ্য, ১৯৭৪ সালর ২৪মার্চ রাতে উপজেলার লালপুর¯ নিজ বাড়িতে দুস্কৃতিকারীদের হাতে নির্মমভাবে হত্যাযজ্ঞের শিকার হয়ে প্রাণ হারানো অবিভক্ত বাংলার সাবেক এমএলএ রুপ নারায়ণ রায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *