মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া রায়হান কবিরের মুক্তির জন্য লড়বেন স্থানীয় আইনজীবিরা

প্রতিবেদক :
মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশি যুবক রায়হান কবিরের মুক্তির জন্য আইনি লড়াইয়ে নামার কথা জানিয়েছেন দেশটির দুইজন আইনজীবী।

মালয় মেইল রোববার (২৬ জুলাই) সকালে জানিয়েছে, আইনজীবী সুমিতা শান্তিন্নি কিশনা এবং সেলভরাজ চিনিয়াহ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মামলার সঙ্গে নিজেদের অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছেন।

দুটি ভিন্ন ফার্মের দুই আইনজীবী শনিবার রাতে জানান, তারা ইতোমধ্যে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এবং রয়্যাল মালয়েশিয়া পুলিশকে তাদের নিয়োগের বিষয়ে অবগত করেছেন।

চিঠিতে আইনজীবীরা রায়হানের সঙ্গে দেখা করার সময় চেয়েছেন বলে জানা গেছে। সংক্ষিপ্ত বিবৃতিতে দুই আইনজীবী বলেন, সোমবার দুপুর দুইটার দিকে আমরা বুকিত আমানে থাকবো।

উল্লেখ্য, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার একটি প্রামাণ্যচিত্রে অভিবাসীদের প্রতি মালয়েশিয়ান প্রশাসনের আচরণের বর্ণনা দিয়ে ফেঁসে যান নারায়ণগঞ্জের ছেলে রায়হান।

অনুষ্ঠান প্রচারিত হওয়ার পরপর তার ওয়ার্ক পারমিট বাতিল করে মালয়েশিয়ার সরকার। ৭ জুলাই নোটিশ জারি করে এরপর শুক্রবার গ্রেপ্তারের খবর আসে।
বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *