মোঃ ছালাহ্ উদ্দিন>>
সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি-৩ এর অর্থায়নে করোনা ভাইরাস পরিস্থিতিতে ১৫০ পরিবারের মাঝে সুরক্ষা সামগ্রী ও চরসোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (৮ম শ্রেনী চালুকৃত) ৯ জোড়া বেঞ্জ বিতরণ করা হয়।
২০ জুলাই সোমবার বিকালে বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।
সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব’র সভাপতিত্বে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিএসপি-৩ কর্মকর্তা পিন্টু চন্দ্র দাস।
এসময় আরো উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবদুর রাবেক আরু মিয়া মেম্বার, প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব গেদু মিয়া ভূঞাঁ, ইউপি সদস্য নিজাম উদ্দিন শাহিন, গোলাম কিবরিয়া শামীম, আলমগীর হোসেন দুলাল, আবদুর রাজ্জাক হায়দার, আবদুল হামিদ, ওহিদ হোসেন, মহিলা মেম্বারবৃন্দ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পদক আইয়ুব নবী পরহাদ, ছাত্রলীগ নেতা ইফতেখার হোসেন খন্দকার সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
চরসোনাপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (৮ম শ্রেনী চালুকৃত) পক্ষে বেঞ্জ গ্রহন করেন বিদ্যালয়ের সভাপতি আইয়ুব নবী পরহাদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন।