বেনাপোলে নিজ রান্নাঘর থেকে ফেন্সিডিলসহ আটক ১ | বাংলারদর্পন

যশোর সংবাদদাতা :
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১১০ বোতল ফেন্সিডিল সহ শাহাদাৎ (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

মঙ্গলবার(১৪জুলাই) রাত সাড়ে১১ টার সময় পুলিশের অভিযানে বেনাপোল পাটবাড়ি নিজ ভাড়া বাসা থেকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটকৃত আসামী মাদারীপুর জেলার মাদারীপুর থানার আবু বক্করের এর ছেলে।বর্তমানে বেনাপোল পাটবাড়ি বাসা ভাড়াতে থাকে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ,এক মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বেনাপোল পাটবাড়ি নিজ ভাড়া বাসার রান্নাঘরে ভেতর বিশেষ ভাবে লুকায়ে রাখে।সে সময় বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই রোকনুজ্জামান ও এসআই শফি আহম্মেদ সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ফেন্সিডিলের চালান সহ আটক করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটকৃত আসামীর নামে মাদক মামলা হয়।মামলা নং-১৮ তাং১৫/৭/২০আসামিকে যশোর কোর্টএ প্রেররণ করা হবে।
বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *