জেলা পরিষদ নিজস্ব বাজেট ঘোষনা করবে- অাজিজ অাহমেদ চৌধুরী

 

সোনাগাজী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী উপজেলাস্থ এনায়েত উল্যাহ মহিলা কলেজের ২০১৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, পুরষ্কার বিতরন ও দোয়া মাহফিল অনুৃষ্ঠিত। বৃহষ্পতিবার সকালে কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ নিতাই চরন ভৌমিকের সভাপতিত্বে ও প্রভাসক জান্নাতুল ফেরদৌস মিতার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অাজিজ অাহমেদ চৌধুরী। তিনি বলেন,  জেলা পরিষদ নিজস্ব বাজেট ঘোষনা করবে।  সেই বাজেট অনুযায়ী জেলার অবকাঠামো উন্নয়ন হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের ইচ্ছা অাছে। অামরা অান্তরিক হলে দেশে সকল বিভাগে অাশানরুপ উন্নয়ন হবে। নৌকার পালে হাওয়া লেগেছে, চোখ খুলে দেখুন, উন্নয়ন হয়েছে, উন্নয়ন হবে, শেখ হাসিনার বিকল্প নেই, নৌকার বিকল্প নেই।

Exif_JPEG_420

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  সোনাগাজী পৌর মেয়র ও উপজেলা অা’লীগের সাধারন সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম খোকন, জেলা পরিষদের সদস্য ফারুক হোসেন,  ভাইস চেয়ারম্যান অাজিজুল হক হিরন,  কলেজের গভর্নিং বডির সদস্য অধ্যাপক মফিজুল হক, কাউন্সিলর নুর নবী লিটন, অানোয়ারুল কাবির,  রুহুল অামিন। কলেজ শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন প্রভাসক ও মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি।  বিদায়ী ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন, শাজনীন অাক্তার তমা, রেবেকা সুলতানা, উম্মে সালমা প্রমূখ।

বক্তারা কলেজের ভবন,  সড়ক, নিরাপত্তা সহ অবকাঠামো সমস্যার তুলে ধরে তা সমাধানের দাবী জানান।

অনুৃষ্ঠানের গান পরিবেশন করে একাদশ শ্রেনীর শিক্ষার্থীরা।

অনুৃষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ ।

সম্পাদনা/ সৈয়দ মনির অাহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *