ফেনী প্রতিনিধি :
গত কয়েক দিনের বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফুলগাজী মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে গতকাল রবিবার বিকেল ৫ টার সময় ফুলগাজী বাজারের পূর্ব দিকে সাহাপাড়া এলাকা ও দৌলতপুর এলাকায় নদীর বাঁধ ভেঙ্গে সাহাপাড়া, পূর্ব ঘনিয়া মোড়া, কিসমত ঘনিয়ামোড়া, ভৈরবপুর ও দৌলতপুর এই পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে।
এছাড়া বাজারের পশ্চিম অঞ্চলে শ্রীপুর রোড এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে ফুলগাজী বাজার এর ভিতর বাজার ও শ্রীপুর রোডের বিভিন্ন দোকানপাটে পানি প্রবেশ করে অনেক মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এলাকা পরিদর্শন করে বন্যায় আটকে পড়া মানুষদের কে শুকনো খাবার ব্যবস্থা করেছেন।
এসময় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত চন্দ্র দেবনাথ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হারুন মিয়া, ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সহ আরও অন্যান্য ব্যক্তিবর্গ।
এদিকে পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন আকতার জানান, উপজেলার চিথলীয়া ইউনিয়নের কয়েকটি অংশে মুহুরী নদীর পাশে বেঁড়িবাধ ভেঙে ৪টি গ্রাম প্লাবিত হয়েছে।
বাংলার দর্পন