গাইবান্ধা
প্রতিনিধি : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ ৩০ হাজার ৬৯ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
গোলাম মোস্তফা ৯০ হাজার ১৬৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৬০ হাজার ১০০ ভোট।
বুধবার রাত আটটায় আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হওয়ার কথা নিশ্চিত করেন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং রংপুর বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন। তিনি বলেন, “মোট ৩ লাখ ৩৩ হাজার ৪২৬ ভোটের মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৬১৮ ভোট পড়ে।”
গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের সাংসদ মনজুরুল ইসলাম লিটন দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ায় আসনটি শূন্য হয়। উপনির্বাচনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৪২৬ জন। এর মধ্যে নারী ১ লাখ ৭০ হাজার ৮৪১ এবং পুরুষ ১ লাখ ৬২ হাজার ৫৮৫ জন। নির্বাচনে শতকরা ৪৯ দশমিক ৯৭ ভাগ ভোট পড়ে।
লিটনের আসনে আ.লীগ প্রার্থী গোলাম মোস্তফা জয়ী
