ফেনী প্রতিনিধি :
ফেনীর ফুলগাজীতে গাঁজা ও ফেনসিডিলসহ বাপ-বেটাকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁরা হলেন ইমাম হোসেন (৪৫) ও তাঁর ছেলে মো. মামুন (২০)। তাঁরা উপজেলার সদর ইউনিয়নের মন্তলা গ্রামের বাসিন্দা। গত মঙ্গলবার (৭জুলাই) ভোরে সোনাপুর চৌরাস্তা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা ও ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদকদ্রব্য বহনের দায়ে একটি নাম্বার বিহিন সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করে থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবির সুত্রে জানায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের সোনাপুর চৌরাস্তা এলাকায় ওঁৎ পেতে থাকে বিজিবির টহলকারী দল। এসময় মাদক ব্যবসায়ীরা বিজিবির উপস্থিতি টেরপেয়ে পালানোর সময় তাদের দাওয়া করে।
একপর্যায়ে অটোরিকশায় থাকা দুই জন মাদক কারবারি লাফ দিয় পালিয়ে গেলেও বিজিবি সিএনজি চালিত অটোরিকশাসহ বাপ-বেটাকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা ও ৭৪ বোতল ভারতীয় তৈরি ফেনসিডিল উদ্ধার করা হয়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীন জানান, এ ব্যপারে সোনাপুর ফাঁড়ির (বিওপি) নায়েক মো. শাহাজাহান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাতক দুজনসহ চারজনকে আসামি করে ফুলগাজী থানায় মামলা দায়ের করেছেন। পরে গ্রেপ্তারকৃত বাপ-বেটাকে পুলিশে সোপর্দ করা হয়।