মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
করোনা মহামারি উপেক্ষা করে ঝিনাইদহ প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে গেছে তরুন তরুণী। ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের চাঁদপুর গ্রামের আছিব (১৬) ও একই ইউনিয়নের বৈডাঙ্গা কুরিপারার রিয়া খাতুন (১৫) বাড়ি থেকে প্রেমের টানে উধাও হয়েছে।
জানা গেছে, গত বুধবার ঝিনাইদহ সদর উপজেলার চাঁদপুর গ্রামের প্রবাসী আবু বক্কর মিয়ার ছেলে আছিব মিয়া (১৬) ও বৈডাঙ্গা কুরিপারার
বাসিন্দা প্রবাসি রউফ মিয়ার মেয়ে রিয়া খাতুন (১৫) বাড়ি থেকে পালিয়েছে।
দুই পরিবারের সদস্যরা কেউ বাড়িতে না থাকায় উধাও হওয়ার বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি।