স্বর্ণদ্বীপে শতাধিক বকের ছানা অবমুক্ত | বাংলারদর্পন

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বাজারে বিক্রি করার সময় শতাধিক বক ছানাকে জব্দ করে আবার সুস্থ করে বনাঞ্চলে অবমুক্ত করে দেওয়া হয়েছে। 
স্থানীয় সূত্রে জানা যায়, ১০ দিন লালন পালন শেষে গতকাল শুক্রবার দুপুরে বক ছানা গুলোকে স্বর্ণদ্বীপের প্রাকৃতিক অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে। 

 


স্থানীয় সংবাদ কর্মী আবদুল বারী বাবলু জানান, গত ২৩ জুন নোয়াখালীর স্বর্ণদ্বীপ থেকে ধবল বকের ছানা গুলোকে চুরি করে সুবর্ণচরের ছমিরহাট বাজার ও চরক্লার্ক বাংলাবাজারে বিক্রির সময় পরিবেশ রক্ষাকর্মী জহির উদ্দীন তুহিনসহ শতাধিক বকের ছানা তারা উদ্ধার করে।

 

পরে সুবর্ণচর উপজেলা প্রশাসন ও বন বিভাগের মাধ্যমে এক কৃষকের কাছে বকের ছানা গুলোকে নিজে নিজে উড়তে পারা পর্যন্ত পালন করার জন্য রাখা হয়। এরই মধ্যে উদ্ধারের ১০দিন পর বকের ছানা গুলো উড়তে শিখে গেলে গতকাল দুপুরে বন বিভাগের সহযোগিতায় ছানা গুলোকে অবমুক্ত করা হয়।

 


সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল হাসান ইভেন জানান, ১০দিন লালন পালন শেষে শুক্রবার দুপুরে স্বর্ণদ্বীপের প্রাকৃতিক অভয়ারণ্যে বক ছানা গুলো উড়তে পারার উপযুক্ত করে অবমুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *