শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :
বাগেরহাটের ৯ উপজেলার নমূনা সংগ্রহের ১৪তম দিন পার হলেও এখন পর্যন্ত ১শ,জনের ফলাফল আসেনি। কোভিড-১৯ উপসর্গ নিয়ে স্যাম্পল দেওয়া রোগী ও বাগেরহাটের ৯ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ এমন পরিস্থিতির জন্য হতাশা প্রকাশ করেছেন।
এছাড়া পূর্বে যাদের করোনা শনাক্ত হয়েছিল তাদের পুনরায় পরীক্ষার জন্য দেওয়া নমুনার ফলাফল না আশায় সেই সব কোভিড-১৯ রোগীরাও রয়েছেন আতঙ্কের মধ্যে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৪ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক ২৬ জনের নমূনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে পরীক্ষার জন্য পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নমূনা পরীক্ষার ফলাফল এখনও এসে পৌছায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার।
বাগেরহাট সিভিল সার্জন ডা: কে, এম, হুমায়ুন কবির মুঠোফোন জানান, বাগেরহাটের ৯ উপজেলার ১শ,জনের নমূনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে পরীক্ষার জন্য পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নমূনা পরীক্ষার ফলাফল এখনও এসে পৌছায়নি।।
উল্লেখ্য, বাগেরহাটের ৯ উপজেলায় ডাক্তার, জনপ্রতিনিধিসহ এ পর্যন্ত মোট ১০০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৪ জন সুস্থ্য ও ২ জনের মৃত্যু হয়েছে। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এর সাথে মুঠোফোন যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। বাংলারদর্পন