লকডাউনের সুযোগে চাপরাশির হাট বাজারের দু’টি দোকানে চুরি

নোয়াখালী প্রতিবেদকঃ

লকডাউনের সুযোগে নোয়াখালী কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজারে দু’টি দোকানে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ই জুন) দুপুর ২টার দিকে চাপরাশির হাট বাজারের  মনরঞ্জনের  মনোহারী  দোকানের ক্যাশ ভেঙ্গে ১৮০০০(আঠার হাজার) টাকা ও আশুতোষের দোকান থেকে ৬০০০(ছয় হাজার) টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।

ব্যাবসায়ীরা জানায়, লকডাউনে থাকায় বাজার এলাকা জনশুন্য।  এ সুযোগে চোরের দল সক্রিয় হয়ে উঠেছে।  পুলিশের কঠোর নজরদারীর দাবি ব্যাবসায়ীদের।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *