অর্থ পাচার প্রতারণার অভিযোগে ফেঁসে যাচ্ছেন নজরুল ইসলাম

প্রতিবেদক :

নজরুল ইসলাম মজুমদার। ব্যাংকিং সেক্টরের সবাই যাকে এক নামে চেনে। কারণ তিনি বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতি।

এর বাইরে নাসা শিল্প গ্রুপের কর্ণধার এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যানও তিনি। যে কোনো জাতীয় দুর্যোগকালে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিশেষ অনুদানের চেক নিয়ে সর্বদা হাজির হন তিনি। চেক প্রদানের সচিত্র সংবাদও বড় পরিসরে বিজ্ঞাপন আকারে ছাপা হয় বহু সংবাদপত্রে। যদিও এসব অনুদানের অর্থ সংস্থান করা হয় ব্যাংকগুলোর তহবিল থেকে।

 

কিন্তু এই মানুষটির ভিন্ন এক পরিচয় উঠে এসেছে সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে। যেখানে বলা হয়েছে, নজরুল ইসলাম মজুমদার পদপদবির ক্ষমতা ও প্রভাব খাটিয়ে আমদানি-রফতানির আড়ালে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন। ঋণ দেয়া-নেয়াসহ নানা ক্ষেত্রে করেছেন গুরুতর অনিয়ম। যার ভয়াবহ চিত্র উঠে এসেছে বিভিন্ন ব্যাংকের কয়েকটি প্রতিবেদনে।

 

এদিকে বিভিন্ন সূত্র থেকে যুগান্তরের হাতেও এসেছে তার আর্থিক অপকর্মের প্রতিবেদনসহ বেশকিছু কাগজপত্র। ভুক্তভোগী অনেকের অলিখিত অভিযোগও গুরুতর। ক্ষমতার বিশেষ প্রভাববলয় ব্যবহার করে তিনি ইতোমধ্যে জমি দখলেও কম যাননি। যদিও প্রভাবশালী এই ব্যক্তির বিরুদ্ধে ব্যাকিং সেক্টরসহ সমাজ ও প্রশাসনের অনেকে মুখ খুলতে ভয় পান। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *