প্রতিবেদকঃ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে স্বাধীনতাকামীদের হামলায় ভারতীয় সেনাবাহিনীর এক কর্নেল ও এক মেজরসহ ৫ সেনা সদস্য নিহত হয়েছে। শনিবার রাতে কাশ্মিরের উত্তরাঞ্চলীয় কুপওয়ারার হান্দোয়ারা এলাকায় এই ঘটনা ঘটে।
ভা’রতীয় সংবাদমাধ্যম বলছে, কাশ্মিরের উত্তরাঞ্চলীয় কুপওয়ারার হান্দোয়ারা এলাকায় স্বাধীনতাকামীদের সাথে রাতভর গোলাগুলির লড়াইয়ে ভারতীয় সে’নাবাহিনীর এক কর্নেল ও মেজর-সহ পাঁচ জন সেনাসদস্য নিহত হয়। সেনা সূত্রে খবর, নি’হতদের মধ্যে রয়েছেন এক পুলিশকর্মী এবং আরও দুই জওয়ান। সং’ঘর্ষে দুই স্বাধীনতাকামী যোদ্ধারও নি’হত হয়েছেন বলে ভা’রতীয় সে’না সূত্রে জানানো হয়েছে।
অবশ্য ভা’রতীয় সে’নাবাহিনীর দাবি, শনিবার বিকেল পৌনে চারটে নাগাদ কাশ্মিরের কুপওয়ারার ছাঞ্জিমুল্লা এলাকায় স্বাধীনতাকামীদের উপস্থিতির খবর পেয়ে পু’লিশ সদস্যদের নিয়ে সেখানে অ’ভিযান চালাতে যায় ভা’রতীয় সে’নাবাহিনী। জানা যায়, এর আগে শনিবার বিকেলে ওই এলাকার পার্শ্ববর্তী ওই এলাকার রাজওয়ার এলাকায় স্বাধীনতাকামীদের খোঁজে তল্লা’শি চালায় তারা। কিন্তু সেখানে স্বাধীনতাকামীদের হদিশ পায়নি ভা’রতীয় সে’নাবাহিনী। এরপরই গোটা ছাঙ্গিমুল্লা এলাকা ঘিরে অ’ভিযান শুরু করে তারা।
পরে একটি বাড়িতে অ’ভিযান চালায় যৌথ বাহিনী। বাহিনীর নেতৃত্বে ছিলেন এক কর্নেল ও মেজর। প্রথমে আশপাশের বাড়িগুলো ফাঁকা করে দেয় সে’নাবাহিনী। তারপর অ’ভিযানে নামে। পরে ভা’রতীয় সে’নাবাহিনী ও স্বাধীনতাকামী যোদ্ধাদের মধ্যে গো’লাগু’লি শুরু হয়। এভাবে বেশ কয়েক ঘণ্টা দু’পক্ষের মধ্যে গু’লির লড়াই চলে। তারপর কিছুক্ষণ গু’লিবর্ষণ বন্ধ থাকে। এই সুযোগে ভা’রতীয় সে’নাবাহিনী ওই বাড়ির আরও কাছে গিয়ে নিরাপাত্তা আরও কড়া করার চেষ্টা করে। এরপর আবারো গু’লির লড়াই চালু হয়।
ভা’রতীয় সে’নাবাহিনী দাবি করছে, সে’নাবাহিনীর যে দলটি বাড়িটিকে ঘিরে ফেলেছিল, স্বাধীনতাকামীদের আক্রমণে তাদের সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অ’তিরিক্ত বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে ব্যাপক গু’লির লড়াই শুরু হয়। রাতভর দু’পক্ষের মধ্য দফায় দফায় গু’লির লড়াইয়ে ভা’রতীয় সে’নাবাহিনীর দুই শীর্ষ অফিসার, দুই জওয়ান এবং জম্মু-কাশ্মির পু’লিশের এক কর্মী নি’হত হন। যু’দ্ধে নি’হত হয়েছেন দুই স্বাধীনতাকামীও। তবে বাড়ির ভিতরে আরো কত জন স্বাধীনতাকামী যোদ্ধা রয়েছে, সে বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে দাবি করেছে ভা’রতীয় সে’নাবাহিনী।
সূত্র : আনন্দবাজার