ফেনীর তাহ‌মিনার ঘাতক টুটুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি > বাংলারদর্পন

ফেনী প্রতিনিধি :
‌ফেনী শহরতলীর বারাহীপু‌রে বুধবার দুপু‌রে নৃশংস খুনের শিকার তাহ‌মিনার ঘাতক স্বামী ওবায়দুল হক টুটুলকে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

আদালত সূত্র জানায়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ধ্রুব জ্যোতি পালের আদালতে দুপুরে টুটুলকে হাজির করা হয়। সেখানে টুটুল হত্যাকান্ডের দায় স্বীকার করে রোহমর্ষক ঘটনার বর্ণনা দেয়। শেষে দুপুর আড়াইটায় আদালত তাকে জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, জবানবন্দি শেষে টুটুলকে কারাগারে প্রেরণ করা হয়।
মামলার বাদীপক্ষের আইনজীবী শাহজাহান সাজু জানান, টুটুল ভুঞা ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ মামলায় তার দৃষ্টান্তস্থলক শাস্তি হবে বলে আশা করছি।

প্রসঙ্গত: বুধবার (১৫এপ্রিল) দুপু‌রে ফেসবুক লাই‌ভে এ‌সে স্ত্রী তাহ‌মিনা আক্তার‌কে কু‌পি‌য়ে নির্মমভা‌বে খুন ক‌রে বারাহীপুর ভূঞা বা‌ড়ির ওবায়দুল হক টুটুল। হত্যার পর নি‌জেই ৯৯৯ এ ফোন ক‌রে পু‌‌লি‌শে খবর দেয় । এ ঘটনায় তাহমিনার বাবা চৌদ্দগ্রামের আকদিয়া গ্রামের বাসিন্দা সাহাব উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *