ডেস্ক .
ত্রাণ নিয়ে যারা অনিয়ম করছে, চুরি করছে সাথে সাথে তাদেরকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিক সাজা নিশ্চিত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (১২ এপ্রিল) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে আজ বরিশাল ও খুলনা বিভাগের জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্স অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কায়কাউস।
ভিডিও কনফারেন্সিংয়ে সর্বশেষ জেলা হিসেবে খুলনা জেলায় মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা নিয়মিত সামাজিক সুবিধাভোগী ছাড়াও যারা চক্ষুলজ্জায় মানুষের কাছে সহযোগিতা চাইতে পারেন না। নিজের সমস্যার কথা মুখ খুলে কাউকে বলতে পারেন না। তাদেরকেও চিহ্নিত করে আমরা খাবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। বৈশ্বিক এই দুর্যোগে সবাই সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। কিন্তু দুর্ভাগ্য হলো, কিছু কিছু সংবাদ আমরা পাচ্ছি কিছু কিছু এলাকায় ত্রাণ নিয়ে কেউ কেউ অনিয়ম করেছেন।
এ বিষয়ে আমি বলব কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। কারো সঙ্গে কোনো আপস করা হবে না’। যারা এধরনের ঘটনা ঘটাচ্ছে বা অনিয়মের সঙ্গে জড়িত তাদেরকে ইতোমধ্যে আটক করা হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করলে তাদেরকে আটক করা হবে। সেই সাথে সাথে প্রয়োজনে তাৎক্ষণিক সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার সাজা নিশ্চিত করা হবে। কাউকে এ ধরনের সুযোগ দেওয়া হবে না।
এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, ইনশাল্লাহ সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দুর্যোগ থেকে পরিত্রাণ পাব। আমরা সফল হব।