অনলাইন প্রতিবেদক:
রাশিয়ায় করোনাভাইরাসে প্রথমবারের মতো মৃত্যুর ঘটনা ঘটেছে। ৭৯ বছর বয়সী এক নারী গত সপ্তাহে প্রথমে নিউমোনিয়ার লক্ষণ নিয়ে দেশটির একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি হয়েছিলেন। পরে তিনি সংক্রমণ বিষয়ক স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তরিত হয়েছিলেন। মস্কোর করোনাভাইরাস ক্রাইসিস সেন্টার এসব তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্স ও আলজাজিরার।
মস্কোর করোনাভাইরাস ক্রাইসিস সেন্টারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ওই নারী প্রথমে নিউমোনিয়ার লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে ডায়াগনস্টিক টেস্টে তার করোনাভাইরাস নিশ্চিত হন চিকিৎসকরা।
তবে ওই নারীর কোনো ধরণের তথ্যই প্রকাশ করেনি রাশিয়া। বাংলারদর্পন