১০ কেজি হেরোইনসহ আটককৃত আসামির জামিন | বাংলারদর্পন

নিজস্ব প্রতিবেদকঃ
গ্রেফতারের দেড় মাসের মাথায় জামিনে বের হয়েছেন ১০ কেজি হেরোইন মামলার এক আসামি। দেশের সীমান্ত ঘেষা জেলা চাঁপাইনবাবগঞ্জ আদালতে ঘটেছে এ ঘটনা। মামলাটির তদন্ত কর্মকর্তা বলছেন, আদালতের এ আদেশে তারা হতবাক।

যেখানে ২৫ গ্রামের বেশি হেরোইন নিয়ে গ্রেফতার হলে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে, দেশে যখন মাদকবিরোধী অভিযান চলছে, ঠিক তখন ১০ কেজি হেরোইন মামলার আসামির জামিন পাওয়া নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে জেলাটিতে।
আইনজীবীরা বলছেন, জামিন দেয়ার ক্ষেত্রে বিচারকসূলভ মনোভাব দেখানো হয়নি।
মামলার এজাহারে দেখা যায়, আব্দুল আলীম নামে এক আসামির কাছ থেকে ১০ কোটি টাকা মূল্যের ১০ কেজি হেরোইন জব্দ করে র‌্যাব। এ হেরোইন তাকে হিরা নামে এক মাদক ব্যবসায়ী দেয়। পরে এক নম্বর আসামি আলীম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

আলীমের স্বীকারোক্তির ভিত্তিতে হিরাকে গ্রেফতার করে র‌্যাব। কারাগারে থাকার ৪০ দিনের মাথায় চাঁপাইনবাবগঞ্জ জেলা আদালতে জামিন আবেদন করে হিরা।
শুনানি শেষে দায়রা জজ লিয়াকত আলী মোল্লা এ জামিন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, বিরোধিতা সত্ত্বেও তাকে জামিন দিয়েছেন আদালত।
স্বল্প সময় কারাগারে থাকা ১০ কেজি হেরোইন মামলার আসামির জামিনে হতবাক মামলার তদন্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন। বলেন, আমার জানা নেই এত বড় মামলায় জামিন হয়। সবকিছু নির্ভর করে বিচারকের ওপর।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার জামিনের বিষয়টিকে অস্বাভাবিক হিসেবে দেখছেন। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *