নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাংগঠনিক বিষয়ে অবহিত করেছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির সভাপতি এডভোকেট টিএম জানে আলম।
যুক্তরাজ্য থেকে গত ২৫জানুয়ারী সাংগঠনিক সফরে ঢাকায় এসে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রচারনায় অংশ নেন তিনি। প্রচারনাকালে তিনি দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপশের সাথে সাক্ষাত করেন এবং কয়েকটি নির্বাচনি সভায় অংশ নিয়েছেন।
গত ১০ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সংগঠনের সভাপতি এডভোকেট টিএম জানে আলমসহ নেতৃবৃন্দ। সাংগঠনিক কার্যাক্রম অবহিত করার অংশ হিসেবে তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি, সাবেক মন্ত্রী আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল(অব.) ফারুক খান এমপি ও ঢাকা বারের নেতৃবৃন্দের সাথে সাক্ষাত করেন।
এবং লন্ডনে সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির মুজিববর্ষের বর্নাঢ্য কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন সভাপতি এডভোকেট জানে আলম।
২১ ফেব্রুয়ারি তিনি শহীদ দিবসে সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির পক্ষ থেকে জাতীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পন করে এবং প্রভাত ফেরীতে অংশ নেন।
২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে নবনির্বাচিত কমিটি ও সংগঠনের বিষয়ে আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রীকে লিখিত পত্রের মাধ্যমে অবহিত করেন।
সফল সাংগঠনিক সফর শেষে ২৩ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে ফিরে যান সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির সভাপতি এডভোকেট টিএম জানে আলম।
সম্পাদনায় : সৈয়দ মনির আহমদ, বাংলারদর্পন ।