ফেনী রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও পরিচিতি সভা

ফেনী প্রতিনিধি:
ফেনীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। তিনি বলেন অপসাংবাদিকতার কারনে প্রকৃত সাংবাদিকদের সম্মান ক্ষুন্য হচ্ছে।  এবং সমাজের সম্মানীত ব্যাক্তিরা অসম্মানিত হচ্ছে।

 

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাফর সেলিম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যতন মজুমদার’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিটির সাবেক সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, অভিষেক অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ও ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক শুকদেব নাথ তপন। এ সময় , দাগনভুইয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, সোনাগাজী পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, ছাগলনাইয়া পৌর মেয়র এমএ মোস্তফা,

 

ফেনী অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ফেনী পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ফেনী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি আয়নুল কবির শামীম, ফেনী জজ আদালতের পিপি এডভোকেট হাফেজ আহম্মদ, জিপি এডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট পার্থপাল চৌধুরী,

ফেনী প্রেস ক্লাবের সভাপতি দিলদার হোসেন স্বপন, সাধারণ সম্পাদক শেখ ফরিদ আত্তার, সাবেক সাধারণ সম্পাদক এনএন জীবন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন, বর্তমান কমিটির সহ-সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, সহ সাধারণ সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ মাঈন উদ্দিন পাটোয়ারী, নির্বাহী পরিষদ সদস্য হাবিবুর রহমান খান, আলী হায়দার মানিক, নুর উল্লাহ কায়সার, সদস্য এমএ জাফর,

 

সোনাগাজী প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মনির আহম্মদ, পরশুরাম প্রেস ক্লাব সভাপতি আবু ইউসুফ মিন্টু,ফুলগাজী প্রেস ক্লাব সভাপতি শাহাবুদ্দিন,সমকাল দাগনভূঞা প্রতিনিধি ইমাম হাসান কচি, ছাগলনাইয়ক্লাব সভাপতি নুরুজ্জামান সুমন, ছাগলনাইয়া ডটকম সম্পাদক জাহাঙ্গীর কবির লিটন, মানবজমিন প্রতিনিধি নাজমুল হক শামীম, সাপ্তাহিক তালাশের নির্বাহী সম্পাদক সৌরভ পাটোয়ারী,

ইত্তেফাক ছাগলনাইয়া প্রতিনিধি শেখ কামাল, মানবজমিন পরশুরাম প্রতিনিধি এমএ হাসান,  পাছগাছিয়া স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন, কবি ফারহানা আইরিন, প্রগতি লাইফ ইন্সুইরেন্স লিঃ রিজিওনাল কো-অর্ডিনেটর নেয়ামত উল্লাহ ভুইয়া, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *