ঢাকা সংবাদদাতাঃ
দক্ষিণ সিটি নির্বাচনে গোপীবাগে প্রচারণার সময় সংঘর্ষ এ গুলির ঘটনায় সাবেক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর গোপীবাগে নির্বাচনি প্রচারণায় সংঘর্ষে গুলির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আরিফুল ইসলাম ছাত্রদলের সাবেক নেতা ও ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপি মনোনিত মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের পিএস হিসেবে নিযুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপিরঅতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।
সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আরিফুল গোপীবাগে নির্বাচনিপ্রচারণার সময় সংঘর্ষের সময় গুলিবর্ষণের কতাহ স্বীকার করেছে।
রাজধানীর হাতিঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে আরিফুলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।এ সময়, তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গত ২৬শে জানুয়ারি রাজধানীর গোপীবাগে নির্বাচনি প্রচারণায় সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় ওয়ারী থানায় মামলাকরেন এক আওয়ামী লীগ নেতা।