কোলকাতা সংবাদদাতাঃ
পশ্চিম বাংলা রাজ্য সরকারের নির্দেশে সারা বাংলার ন্যায় মঙ্গলবার সকালে হাবড়া স্টেশন মোড়ে সাধারন মানুষের সুবিদার্থে খোলা হল সুফলা ।
সকাল থেকেই সাধারণ মানুষের লম্বা লাইনে দাড়ীয়ে কিনতে দেখা গেছে । জন প্রতি ৫৯ টাকা দরে পাঁচশো গ্রাম করে দেওয়া হচ্ছে পেঁয়াজ এবং ১৭ টাকা দরে দেওয়া হচ্ছে আলু।
হাবড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নিলিমেশ দাস নিজে দাড়ীয়ে থেকে পৌর কর্মীদের নিয়ে বিক্রি করছেন। খুশি নিম্ম আয়ের সাধারণ মানুষ।