ফেনী’ প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১১নভেম্বর সকাল ১১টায় উপজেলা যুবলীগের অায়োজনে জিরোপয়েন্টস্থ দলীয় কার্যালয়ে অালোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা যুবলীগ সভাপতি আজিজুল হক’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক- নুুরুল ইসলাম ভুট্টোর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক- এড. রফিকুল ইসলাম খোকন।
আরও বক্তব্য রাখেন,উপজেলা যুবলীগের সহ সভাপতি হাজী মো. সেলিম, যুগ্ন সাধারন সম্পাদক- শাহাদাত হোসেন, নাছির- উদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক-আবুল বাশার, আলমগীর হোসেন টিপু, সাখাওয়াত হোসেন রানা, সাইদুল হক প্রমুখ। সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অতিথিবৃন্দ।
এসময় উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ , সকল ইউনিয়ন যুবলীগের সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন । এর আগে সোমবার সকাল ১০টায় উপজেলা চত্তরে জাতীর জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭২ সালের ১১নভেম্বর যুবনেতা শেখ ফজলুল হক মনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেন। যুবলীগ বাংলাদেশের প্রথম যুব সংগঠন।
