ভারতকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ

নিউজ ডেস্ক :
একবার না পারিলে দেখো শতবার। বাংলাদেশ-ভারতের লড়াইটা সেরকমই। প্রথম আটবারের দেখায় বাংলাদেশ জেতেনি একটিবার। বারববার স্বপ্ন ভেঙেছে খুব কাছে গিয়ে। আর সেই অধরা জয়ের দেখা মিলল প্রথমবারের মতো ভারত সফরে গিয়ে!

সাকিবের নিষেধাজ্ঞা, টানা পরাজয়ের বৃত্ত- দেশের ক্রিকেটটা বেশ বাজে সময় পার করছিল বহুদিন যাবত। সেই হতাশা দূর করতে হয়তো এমন জয়ের বিকল্প ছিল না। তাই তো সাকিবের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো জয়টা আনার দায়িত্ব বেশ ভালোভাবেই পূরণ করেছেন মুশফিক।

জয়ের কৃতিত্বটা ব্যাটসম্যান মুশফিকের। ব্যাট হাতে দুর্দান্ত মুশফিক, ভারতের বিপক্ষে সেই ১ রানের পরাজয়ের গ্লানি দূর করলেন বিশ্বস্ত হাতে। তুলে নিয়েছেন ব্যক্তিগত অর্ধশতক। সাথে দীর্ঘদিন পর রান পেয়েও শেষটা ভাল করতে পারেনি সৌম্য। ৩৫ বলে ৩৯ রান করে বোল্ড হয় খলিলের বলে। এরপর ব্যাটিংয়ে নামেন অধিনায়ক। ব্যক্তিগত ৩৮ রানে সহজ জীবন পায় মুশফিক।

ওপেনিংয়ে লিটন সুবিধা করতে পারেনি। নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন মাত্র ৭ রান দিয়ে। তবে আরেক ওপেনার অভিষিক্ত নাইম শেখ খেলেছেন মনোযোগ দিয়ে। ২৬ রান করে আশা জাগিয়েও ফেরেন সাজঘরে। নাইম শেখের বিদায়ের পর পঞ্চাশোর্ধ জুটি গড়ে সৌম্য-মুশফিক। মূলত এই জুটিতেই জয়ের ভিত পায় বাংলাদেশ।

ভারতের হয়ে একটি করে উইকেট নিয়েছে ওয়াশিংটন, চাহাল এবং খলিল। বাংলাদেশের হয়ে বল হাতে সবথেকে বড় উজ্জ্বল ছিলেন আফিফ। সাথে দারুণ প্রত্যাবর্তন করেছেন আল আমিন হোসেন। টি-টুয়েন্টি ক্রিকেটের হাজারতম ম্যাচটা বাংলাদেশ করে নিল নিজের করে।
স্কোরবোর্ড
বাংলাদেশ – ১৫৪/৩ ১৯.৩ ওভার
ভারত – ১৪৮/৬ ২০ ওভার
ফলাফল – বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *