সোনাগাজী(ফেনী) প্রতিনিধি :
ফেণীর সোনাগাজীতে চোরাই মোটর সাইকেল দিদারুল হক(২৭) নামে এক চিহ্নিত ডাকাতকে আটক করেছে পুলিশ। সে উপজেলার মির্জাপুর গ্রামের ছকিদার বাড়ীর এনামুল হকের ছেলে।
সোনাগাজী মডেল থানার ওসি ( তদন্ত ) মো. খালেদ হোসেন বাংলারদর্পন বলেন, শনিবার রাতে ফেনী সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের সাংবাদিক আবদুল হকের ঘর থেকে তার ছেলে মো. ইফতেখারুল ইসলামের মোটর সাইকেল ( ইয়ামাহা পেজার) লুট করে দুর্বৃত্তরা। খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে সোনাগাজী মির্জাপুর গ্রামে অভিযান চালিয়ে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এসময় ঘর মালিক এনামুল হককে জিজ্ঞাসা করে তার তথ্যমতে তারই ছেলে চিহ্নিত ডাকাত দিদারকে আটক করা হয়। দিদার জিজ্ঞাসাবাদে বলেছে, সে আন্ত:জেলা ডাকাত দলের সর্দার শাহজাহান গ্রুপের সদস্য । ওসি আরও বলেন, দিদার ও শাহজাহানের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।