সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিতব্য ফেনী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে মঙ্গলবার বিকেলে (২২ অক্টোবর) সোনাগাজী উপজেলা আ’লীগের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগ কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক মফিজুল হক।
উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন , সাবেক সহ সভাপতি এমএ মজিদ ভুলুমিয়া, শামসুল আরেফিন, যুগ্ন সাধারন সম্পাদক জহিরুল আলম চেয়ারম্যান , উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক, নবাবপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি দেলোয়ার হোসেন চেয়ারম্যান, পৌর আ’লীগের সভাপতি সেলিম পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান এমএ হোসেন, ইসহাক খোকন, মোশারফ হোসেন , মতিগঞ্জ ইউনিয়ন আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. ইসমাইল , সোনাগাজী ইউনিয়ন আ’লীগ সভাপতি বাহার উল্যাহ ভুঞা,
উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম চেয়ারম্যান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফারুক হোসেন প্রমূখ। সভায় পৌরসভা ও সকল ইউনিয়ন আ’লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদকসহ উপজেলা অা’লীগের সাবেক সংগঠনিক সম্পাদক- শেখ মামুন, প্রচার সম্পাদক- সৈয়দ দীন মোহাম্মদ, দপ্তর সম্পাদক- সুলতান আহমেদ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী ২৬ অক্টোবর বিকেলে ফেনী সরকারি কলেজ মাঠে ফেনী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আ’লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এম.পি।