নিউজ ডেস্কঃ
সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই চিকিৎসার খরচ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সিঙ্গাপুর দূতাবাস সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে।
প্রসঙ্গত, মির্জা ফখরুল সবসময় হার্টের চিকিৎসার জন্য ব্যাংককে যেতেন। কিন্তু ৩০ ডিসেম্বর নির্বাচনের আগে সংলাপের সময় আওমামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফখরুলকে সঙ্গাপুরে চিকিৎসা করার জন্য পরামর্শ দেন।
এদিকে দীর্ঘ সময় পর হঠাৎ করেই মির্জা ফখরুল এবার সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গেছেন। এ নিয়ে অনুসন্ধানে জানাগেছে, প্রধানমন্ত্রীর আগ্রহে এবং তার ইচ্ছাতেই মির্জা ফখরুলের চিকিৎসা সিঙ্গাপুরে করানো হচ্ছে।