১৬ নভেম্বর মিরসরাই উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন | বাংলারদর্পন

মোহাম্মদ ইউছুফ, মিরসরাই :
আগামী ১৬ নভেম্বর মিরসরাই উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মিঠাছরা বাজারের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীর উপস্থাপনায় সভাপতি শেখ আতাউর রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বক্তব্যে তিনি মাদকের সাথে জড়িত কেউ যাতে আওয়ামীলীগের নেতৃত্বে আসতে না পারে সেজন্য কাউন্সিলরদের সর্তক থাকার আহবান জানান।

বর্ধিত সভায় সীদ্ধান্ত হয় আগামী ২০ সেপ্টেম্বর করেরহাট ইউনিয়ন, হিঙ্গুলী ইউনিয়ন, খইয়াছরা ইউনিয়ন ও বারইয়ারহাট পৌরসভা, ২১ সেপ্টেম্বর হাইতকান্দি ইউনিয়ন, ওয়াহেদপুর ইউনিয়ন ও শাহেরখালী ইউনিয়ন, ২২ সেপ্টেম্বর জোরারগঞ্জ ইউনিয়ন, ধুম ইউনিয়ন ও ওচমানপুর ইউনিয়ন, ২৩ সেপ্টেম্বর মিঠানালা ইউনিয়ন, মঘাদিয়া ইউনিয়ন, মায়ানী ইউনিয়ন, ২৪ সেপ্টেম্বর ইছাখালী ইউনিয়ন, কাটাছরা ইউনিয়ন ও দুর্গাপুর ইউনিয়ন, ২৫ সেপ্টেম্বর মিরসরাই সদর ইউনিয়ন ও মিরসরাই পৌরসভা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্টিত হবে। ২২ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে ভোটের মাধ্যমে ইউনিয়ন ও পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ৫ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে ইউনিয়ন ও পৌরসভা আওয়ামীলীগের সম্মেলন শেষ হবে। সর্বশেষ আগামী ১৬ নভেম্বর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল, সদস্য কাইয়ুম নিজামী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মনসুর, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুল মোস্তফা, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী, ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদ হোসেন টিপু, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম। বর্ধিত সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *