রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :
রামগড়ে নামাজের বিরতির জন্য পার্কিং করা সিএনজি চালিত অটোরিক্সাকে দ্রুতগামী কাভার্ডভ্যান ধাক্কা দিলে অটোরিক্সার যাত্রী নিউপ্রু মারমা (৪০) ঘটনাস্থলেই নিহত হয়। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ওয়াপদা মসজিদে যাত্রীরা মাগরিবের নামাজ পড়ার জন্য অটোরিক্সাটি পার্কিং করা ছিল, রাস্তায় বাস টমটমের জটলার মধ্যে দ্রুতগামী কাভার্ডভ্যান গাড়িটি পার্কিংরত অটোরিক্সাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পলায়নরত কাভার্ডভ্যান টিকে রামগড় থানার সামনে পুলিশ আটক করে। কাভার্ডভ্যান গাড়িটি গ্লোব ফার্মাসিটিকেল ঔষধ কোম্পানির যাহার নাম্বার ঢাকা মেট্রো অ-১১-৩০৯২,।
নিহত নিউপ্রু রামগড়ের পাগলা পাড়া এলাকার মৃত ভুলি মারমার ছেলে এবং ৪ সন্তানের জনক।
রামগড় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোঃ আবদুল হান্নান জানান ফায়ার সার্ভিস ও পুলিশ ক্ষত বিক্ষত নিউপ্রু মার্মা কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।