ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার পালগিরি বোর্ড স্কুল সংলগ্ন বাহার স্টোরে হামলা টাকা লুট ও ভাংচু্র করেছে স্থানীয় বখাটে রিয়াদ এবং তার সহযোগিরা। ভাংচু্রকালে বাধা দিলে ব্যাবসায়ী বাহার উল্লাহ ও তার নিকটাত্মীয় মো. আজাদকে মারধর করে দোকানের নগদ টাকা লুট করেছে সন্ত্রাসীরা। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ব্যাবসায়ী বাহার উল্লাহ বাদি হয়ে রিয়াদ এবং তার সহযোগি জিহাদ, রাজা, রায়হান, তারেক, সাজু, সজিব, রিয়াদ হোসেন, বাবলু ও জাহেদ এর নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।
বাহার উল্লাহ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, খেলার মাঠে সৃষ্ট বিরোধের জেরে রিয়াদ ও তার ১০-১২ জন সহযোগি দেশীয় অস্ত্র নিয়ে বাহার স্টোরে হামলা ও ভাংচু্র করে। এ সময় ক্যাশ ভাংচু্র করে আনুমানিক ৩০হাজার টাকা লুট করে নেয় ওইসব সন্ত্রাসীরা। আহত বাহার উল্লাহ ও আজাদ সোনাগাজী হাসপাতালে চিকিৎসাধিন।
খবর পেয়ে সোনাগাজী মডেল থানার এসআই শহিদুল ইসলাম ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তিনি জানান, উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছেন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।