সোনাগাজীর পালগিরিতে ব্যাবসায়ীর ওপর হামলা, দোকান ভাংচু্র ও টাকা লুট | বাংলারদর্পন

ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার পালগিরি বোর্ড স্কুল সংলগ্ন বাহার স্টোরে হামলা টাকা লুট ও ভাংচু্র করেছে স্থানীয় বখাটে রিয়াদ এবং তার সহযোগিরা। ভাংচু্রকালে বাধা দিলে ব্যাবসায়ী বাহার উল্লাহ ও তার নিকটাত্মীয় মো. আজাদকে মারধর করে দোকানের নগদ টাকা লুট করেছে সন্ত্রাসীরা। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ব্যাবসায়ী বাহার উল্লাহ বাদি হয়ে রিয়াদ এবং তার সহযোগি জিহাদ, রাজা, রায়হান, তারেক, সাজু, সজিব, রিয়াদ হোসেন, বাবলু ও জাহেদ এর নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।

বাহার উল্লাহ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, খেলার মাঠে সৃষ্ট বিরোধের জেরে রিয়াদ ও তার ১০-১২ জন সহযোগি দেশীয় অস্ত্র নিয়ে বাহার স্টোরে হামলা ও ভাংচু্র করে। এ সময় ক্যাশ ভাংচু্র করে আনুমানিক ৩০হাজার টাকা লুট করে নেয় ওইসব সন্ত্রাসীরা। আহত বাহার উল্লাহ ও আজাদ সোনাগাজী হাসপাতালে চিকিৎসাধিন।

খবর পেয়ে সোনাগাজী মডেল থানার এসআই শহিদুল ইসলাম ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তিনি জানান, উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছেন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *