পাকিস্তানের সিদ্ধান্ত ‘আশঙ্কাজনক’, রাতে মোদির ভাষণ | বাংলারদর্পন

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তকে আশঙ্কাজনক বলে মন্তব্য করেছে ভারত। এই অবস্থায় কাশ্মীর ইস্যু নিয়ে বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টার সময় অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনে ভাষণ দেবেন মোদি।

 

মোদি সরকার বলছে, ‘ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে পাকিস্তানের কিছু একতরফা সিদ্ধান্তের কথা বিভিন্ন রিপোর্টে জানতে পেরেছি।

 

এর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনমনের কথাও বলা হয়েছে। ’

 

‘এটা আশ্চর্যের নয় যে কাশ্মীরের সামগ্রিক উন্নতিতে ভারতের যে কোনো পদক্ষেপকেই পাকিস্তান নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখে। আর সেই ভাবাবেগকে কাজে লাগিয়েই নিয়ন্ত্রণরেখায় সন্ত্রাসে মদত দেওয়ার ঘটনাকে সাফাই দেওয়ার কাজে লাগায় পাকিস্তান। বিশ্বের কাছে ভারতের এই পদক্ষেপকে বিপজ্জনক বলে তুলে ধরতে চেষ্টা করছে পাকিস্তান। তাদের এই প্রচেষ্টা সফল হবে না। ’

 

৩৭০ অনুচ্ছেদ বিলোপের সময়ই কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। ’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *