ঘূর্ণিঝড় ‘বায়ুর’ প্রভাবে ভারতের গুজরাটে নিহত ৬ | বাংলারদর্পন

নিউজ ডেস্কঃ

ঘূর্ণিঝড় ‘বায়ুর’ প্রভাবে ভারতের গুজরাটের বিভিন্ন স্থানে ইতিমধ্যে ছয়জনের মৃত্যুর খবর জানিয়েছে ভারতের স্থানীয় সংবাদ মাধ্যম। ঝড়ের মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় সরকার। বাতিল করা হয়েছে শতাধিক ট্রেন।

 

এদের মধ্যে গুজাটের নর্মদায় দু’জন, তাপিতে দু’জন, দাং এলাকায় একজন ও গান্ধীনগরের তবে তারা কীভাবে মারা গেছেন সে বিষয়ে কিছু জানানো হয়নি।

 

ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগেই গুজরাটের উপকূলীয় এলাকাগুলো থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে ৩ লক্ষ ১০ হাজার মানুষকে। তাদের জন্য ৭০০টি সাইক্লোন শেল্টার খোলা হয়েছে।

 

নৌকা, গাছ কাটার মেশিনসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে প্রস্তুত রয়েছে এনডিআরএফের ৫২টি টিম। সমুদ্রে অপেক্ষা করছে ভারতীয় সেনা ও নৌবাহিনীর ১০ কলাম এয়ারক্রাফট ও যুদ্ধজাহাজ।

 

ইতিমধ্যেই এই ঝড় অত্যন্ত ভয়ঙ্কর রূপ নিয়েছে। অভিমুখও পরিবর্তন হয়েছে ঝড়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *