আ’লীগের শীর্ষ নেতাদের সাথে ছবি তুলে শিবির ও ছাত্রদল নেতারা এখন বড় নেতা

নিউজ ডেস্কঃ

শীর্ষ নেতৃবৃন্দকে ঘিরে ছবি তোলার অসুস্থ প্রতিযোগিতার কারণে  শিবির ছাত্রদলের নেতারা এখন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বড় নেতা হয়েগেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকমাহবুবুল আলম হানিফ। তিনি সুস্থ রাজনীতি পরিবর্তে এমন কমকাণ্ডে বিব্রতবোধ করছেন বলেও জানান।

শনিবার (১১মেদুপুর সাড়ে তিনটায় চট্টগ্রামের কাজীর দেউড়ি সংলগ্ন  ইন্টারন্যাশনালকনভেনশন সেন্টারে দলের বিশেষ বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

 

সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  সিটি মেয়র   নাছির উদ্দীন দলের গঠনতন্ত্র উপেক্ষা করে ব্যানারফেস্টুনে বিভিন্ন নেতার ছাপানোরকড়া সমালোচনা করেন। তিনি   বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দেরহস্তক্ষেপ কামনাও করেন।

 প্রসঙ্গে হানিফ বলেনঅনকে সময় শীর্ষ নেতৃবৃন্দকে সাংগঠনিক  সরকারি কাজেদেশের বিভিন্ন অঞ্চলে যেতে হয়। ওই সময় অনেক নেতাকর্মী ছবি তোলার জন্যআশপাশ ঘিরে ধরেন। এদের মধ্য সন্ত্রাসী  অনুপ্রবেশকারী থাকে। তারা বিভিন্ন সুযোগেদলের বিভিন্ন দায়িত্ব ভাগিয়ে নিচ্ছে। অনেক ভূঁইফোঁড় সংগঠন করে চাঁদাবাজিসহ নানারঅপকর্ম করে আসছেন।

 

তিনি দলের গঠনতন্ত্র অনুযায়ী জাতীর জনক বঙ্গবন্ধুপ্রধানমন্ত্রী  তাঁর উপদেষ্টা সজীবওয়াজেদ জয় ছাড়া কারও ছবি দিয়ে ব্যানারপোস্টার না ছাপানোর জন্য নেতাকর্মীদেরআহ্বান জানান। অন্যথায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হবেও বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা।  ;

 

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেনপ্রধানমন্ত্রী প্রতিটি জেলা,উপজেলাইউনিয়নওয়ার্ডে আওয়ামী লীগের অফিস করতে নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রেপ্রধানমন্ত্রী জমি  অর্থ সহায়তার আশ্বাস দিলেও অনেকে তা মানছেন না। আমরাঅনুরোধ করব আপনারা এর উদ্যোগ নিবেন। দলকে শক্তিশালী করতে রোজার মধ্যেওয়ার্ড   ইউনিয়নআর সেপ্টেম্বরের মধ্যে জেলা পর্যায়ের কাউন্সিল সম্পন্ন করতে চাই। বিষয়গুলো আমরা এগিয়ে রাখলে কেন্দ্রীয় কাউন্সিলে গতি ফিরিয়ে আনতে পারবো।

হানিফ আরও বলেন, একটি মহল সরকার  দেশের শান্তি বিনষ্ট করার পাঁয়তারা করছে । পার্বত্য অঞ্চলে বিভেদ, সংঘর্ষ লাগিয়ে রাখছে। আমরা হুঁশিয়ারি দিয়ে বলছি, দেশকেঅস্থিতিশীল করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিবে।

 

সভায় দলের সাংগনিক গতিশীলতা ফিরিয়ে আনতে বিভিন্ন কার্যক্রমের কথাও তুলেধরেন নেতাকর্মীরা।

 

চট্টগ্রাম মহানগরউত্তরদক্ষিণকক্সবাজাররাঙ্গামাটিখাগড়াছড়িবান্দরবান জেলাআওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার আয়োজন করে মহানগর আওয়ামী লীগ। সভায়দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সভাপতিত্ব করেন। পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী  দলের সাংগঠনিক সম্পাদক .কেএম এনামুল শামীমবিভাগীর সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যান্যের মধ্যে চট্টগ্রামের ১৬টি সংসদের সাংসদদুইটি সংরক্ষিত আসনেরসাংসদ ছাড়াও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *