আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ | বাংলারদর্পন

নিউজ ডেস্কঃ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ মঙ্গলবার। ২০০৮ সালের আজকের দিনটিতে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। 

ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হন শেখ হাসিনা। বেশ কয়েকটি মামলায় দীর্ঘ প্রায় ১১ মাস কারাবন্দি ছিলেন তিনি। পরে জরুরি অবস্থার মধ্যেই দেশজুড়ে নিয়মতান্ত্রিক আন্দোলন ও প্রতিবাদের মুখে এবং উন্নত চিকিৎসার প্রয়োজনে আট সপ্তাহের জামিনে মুক্তি দেওয়া হয় তাকে। 

মুক্তি পেয়েই চিকিৎসার উদ্দেশে আমেরিকায় যান তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই তার অস্থায়ী জামিনের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। ২০০৬ সালের ৬ নভেম্বর দেশে ফিরলে স্থায়ী জামিন দেওয়া হয় তাকে। পরে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয় পায় আওয়ামী লীগ। 

দিবসটি উপলক্ষে আজ আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। স্বেচ্ছাসেবক লীগ সকাল ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে। যুবলীগও অনুরূপ কর্মসূচি পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *