দুই মাসের ‘অবসরে’ যাচ্ছেন সুলতান সুলেমান

বিনোদন প্রতিবেদক, বাংলার দর্পন:
ষোড়শ শতকে তুরস্কের শক্তিশালী অটোম্যান সাম্রাজ্যের শাসক সুলতান সুলেমান। ঘরে বাইরে ষড়যন্ত্র আর চক্রান্ত সামলে এগিয়ে নিয়ে গেছেন তার সাম্রাজ্য। গত তিন মাস ধরে তার শাসনামলের নানা ঘটনাপ্রবাহ চলছে অব্যাহতভাবে। তবে এবার মুসলিম বিশ্বের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী শাসক ছুটিতে যাচ্ছেন। সব মিলিয়ে দুই মাসের জন্য।
এই সুলতান সুলেমান অবশ্য ষোড়শ শতকের সুলতানের ছায়া। তার শাসনামলের ওপর নির্মিত মেগা সিরিয়াল সুলতান সুলেমানের প্রধান চরিত্র তিনি। দেড় বছর আগে মেগা সিরিয়ালটি বাংলায় ডাবিং করে প্রচার হচ্ছে বাংলাদেশে। ভীষণ জনপ্রিয় সিরিয়ালটি ধাপে ধাপে প্রচার করছে বেসরকারি টেলিভিশন দীপ্ত বাংলা।
শুরু থেকেই কয়েক মাস টানা প্রচারের পর তা বন্ধ রাখে দীপ্তবাংলা। একে সিজন হিসেবে বলছে টেলিভিশনটি। একেকটি সিজন শেষ হলে নতুন সিজন শুরুর আগ পর্যন্ত প্রতিটি পর্ব আবার পুনপ্রচার চলে।
এখন পর্যন্ত চারটি সিজন প্রচার হচ্ছে সুলতান সুলেমানের। এই চতুর্থ সিজনের শেষ পর্ব আজ। সন্ধ্যা সাড়ে সাতটায় এবং রাত ১০টায় পুনঃপ্রচার করা হবে চতুর্থ সিজনের শেষ পর্বটি।
এটি দেশের জনপ্রিয় সিরিয়ালের মধ্যে একটি। চতুর্থ সিজন পর্যন্ত ইব্রাহিম পাশা ও সুলতান সুলেমানের স্ত্রী হুররাম সুলতানার দ্বৈরথ ছিল দর্শকের আগ্রহের কেন্দ্রে। তবে এই সিজনে ইব্রাহিম পাশার ফাঁসি কার্যকরের পর সুলতানের প্রথম ছেলে শাহজাদা মুস্তাফার সিংহাসনপ্রাপ্তি ঠেকাতে হুররামের নতুন চাল আগ্রহ ধরে রেখেছে দর্শকদের।
হুররাম ছিলেন একজন দাসী। সেখান থেকে সম্রাজ্ঞী হওয়ার ধাপে ধাপে নানা ঘটনাপ্রবাহকে আশ্রয় করেই এগিয়ে গেছে ধারাবাহিকটির গল্প।
দীপ্ত টিভির সিইও কাজী উর্ফি আহমেদ ঢাকাটাইমসকে বলেন, দুই থেকে আড়াই মাসের মধ্যেই পঞ্চম সিজন নিয়ে ফিরবেন তারা। এই সিজন আরও আকর্ষণীয় এবং আগ্রহোদ্দীপক হবে বলে জানান তিনি।
দীপ্ত টিভির সিইও বলেন, ‘দর্শকদের চাহিদার কারণে এটি আগামী বছরও চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে আমাদের। এরপর ষষ্ঠ, সপ্তম করে ধারাবাহিকভাবে এটি চলবে।’
এই সিরিয়ালটি নিয়ে বিতর্কেরও শেষ নেই। গত বছরের নভেম্বর মাস থেকে দেশি টিভি চ্যানেলে বিদেশি ধারাবাহিক নাটক প্রচার বন্ধের দাবিতে আন্দোলন করেছেন টেলিভিশন শিল্পীদের সংগঠনের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *