সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তা ও সকল জরিপেএগিয়ে আওয়ামীলীগ নেতা সৈয়দ দীন মোহাম্মদ। প্রচার প্রচারনায়ও এগিয়ে আছেন সাবেক এ ছাত্রনেতা ও উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বাংলারদর্পন, সোনাগাজী টিভি, ফেনী জেলা নিউজ , সোনাগাজী টাইমস সহ বহু পেজে প্রচারিত পোলে দেখে গেছে ৭০-৭৫% সমর্থন সৈয়দ দীন মোহাম্মদের প্রতি।
অনেকে কমেন্টসে বিভিন্ন সময়ে দলের জন্য তার ত্যাগ, নির্যাতন , কারাবরন সহ নানান দিক তুলে ধরেন। আবার অনেকে প্রতিদ্বন্ধী প্রার্থী বিটুর বিরুদ্ধে দুর্নীতি ও মাদকের অবিযোগও তুলে ধরেছেণ। ১৪মার্চ প্রতিক বরাদ্দের পর থেকে উপজেলার সর্বত্র চষে বেড়ান তিনি।
এসময় স্থানীয়দের অভিযোগ শুনে ও দুর্দশার চিত্র দেখে সম্ভাবনাময় সোনাগাজীকে মডেল উপজেলা গঠনে উপজেলার সর্বস্তরের জনগনের সহযোগীতা ও টিউবওয়েল প্রতিকে ভোট চান তিনি। তিনি বলেন, দীর্ঘ ২৩বছর তৃনমূল থেকে জেলা পর্যন্ত বিভিন্ন ইউনিটে দলের একনিষ্ট কর্মী হিসেবে কাজ করেছি। দলের কাজ করতে গিয়ে প্রতিপক্ষের দ্বারা বহু মামলা হামলার শিকার হয়েছি। তারমতে স্থানীয় সমস্যার বিষয়ে অভিজ্ঞদের নির্বাচিত করতে পারলে অবশ্যই এলাকার উন্নয়ন হবে। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন কন্দ্রে গিয়ে অবশ্যই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে যোগ্য প্রার্থীদের ভোট দিবেন।
উল্লেখ্য , চতুর্থধাপে আগামীকাল ৩১মার্চ পঞ্চম সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় হয়েছেন আ.লীগের প্রার্থী জহির উদ্দিন মাহমুদ। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াতুল হকের মধ্যে দ্বিমূখী লড়াই হবে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জোবেদা নাহার মিলি ও মোর্শেদা আক্তারের মধ্যে দ্বিমুখী লড়াই হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।