রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি :
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালিত। স্বেচ্ছায় রক্তদাতা খুঁজে আনতে বিকাল ৪টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ফুলবাড়ী প্রেসক্লাব সভাপতি আব্দুল আজিজ মজনু, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট ফজলুল হক ত্রিপুল,
দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি সিদ্দিকুর রহমান শাহিন, সময় সংবাদ বিডি’র নিজস্ব প্রতিবেদক নুরনবী মিয়া, সংস্থার সদস্য মাহাফুজার রহমান, মেবিন হাসান, মোসারফ হোসেন, হামিদুর রহমান তুহিন, লাকু মিয়া, মজনু প্রমূখ।