আগামীকাল ভোটগ্রহণ : সাতক্ষীরায় উপজেলা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন 

শেখ আমিনুর হোসেন: সাতক্ষীরা ব্যুরো চীফ :

আগামীকাল রবিবার সাতক্ষীরা জেলার সাতটি উপজলায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে  উপজেলা নির্বাচন অফিসগুলো থেকে শনিবার সকাল ১১টা থেকে নির্বাচন সামগ্রী প্রদানের কাজ শুরু করা হয়।

সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারের পক্ষ থেকে প্রত্যেক ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের হাতে ব্যালট বক্স, ব্যালটসহ বিভিন্ন নির্বাচন সামগ্রী তুলে দেওয়া হয়।দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, আনছার ভিডিপি সদস্যদর। নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য ছয় স্তর বিশিষ্ঠ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

সাতক্ষীরা জেলা নির্বাচন কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলব্যাপী ৫৯৭ টি কেন্দ্রের মধ্যে ৪২৯ টি কেন্দ্রের ঝুঁকিপূর্ণ বলে চিহিৃত করেছে পুলিশ। ঝুুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছে।

পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, সাতক্ষীরা জেলার আইনশৃখলা পরিস্থিতি পুলিশের পূর্ণ নিয়ন্রনে রয়েছে। যেকোন মুল্যে ২৪ মার্চের উপজেলা পরিষদ নির্বাচন সুষ্টু ও শান্তিপূর্ণ হবে।

জেলা পুলিশ জানায়, প্রত্যক কেন্দ্র ১২ জন আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি আরো দু’জন অস্ত্রধারি সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া প্রতি দু’ইউনিয়নে একজন করে পরিদর্শকের নেতৃত্ব মোবাইল টিম দায়িত্ব পালন করবেন। প্রত্যকটি থানায় ১০ জন পুলিশের একটি টিম টহল দেবেন। প্রতি থানায় ২০ সদস্য বিশিষ্ট বিজিবি’র টিম ও র‌্যাবর টিম টহলে থাকবেন। এছাড়া প্রত্যকটি থানায় জুডিশিয়াল/নির্বাহী ম্যাজিস্ট্রটের নেতৃত্ব তিনটি টিম ও একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হবে।

২৪ মার্চ তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন সাতক্ষীরার ৭টি উপজেলায় ১৫ লাখ ৬০ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *