বিশ্ব নন্দিত কাটার মাষ্টার মোস্তাফিজের বিয়ে সম্পন্ন | বাংলারদর্পন

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সামিয়া পারভীনের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন কাটার মাষ্টার মোস্তাফিজ। শুক্রবার বেলা তিনটায় সাতক্ষীরার দেবহাটার হাদিপুরে এই বিয়ে অনুষ্ঠিত হয়। তবে মোস্তাফিজ সাংবাদিকদের সাথে কোন কথা না বললেও তার বড় ভাই মাহফুজুর রহমান মিঠু মোস্তাফিজ-সামিয়া দম্পত্তির জন্য দেশবাসির কাছে দোয়া চেয়েছেন।

পারিবারিক সুত্র থেকে জানা যায়, কালিগঞ্জের তেতুলিয়া গ্রামের হাজী আবুল কাশেম-মাহমুদা দম্পত্তির ছোট ছেলে বিশ্বখ্যাত ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের আপন মামাতো বোন সামিয়া আফরিন। দেবহাটার হাদিপুর গ্রামের রওনাকুল ইসলাম বাবুর ১ছেলে ও ৪ মেয়ের মধ্যে সামিয়া তৃতীয়।

 

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েরমনোবিজ্ঞান বিষয় নিয়ে স্নাতক (সম্মান) ১ম বর্ষে লেখাপড়া করছেন। বেলা পৌনে তিনটার দিকে বাবা-মা-ভাই ও বন্ধু-বান্ধবসহ ৩০/৩২ জন বরযাত্রী নিয়ে হাদিপুরে কনের বাড়িতে আসেন মোস্তাফিজ। শেরওয়ানী পরা থাকলেও

পাগড়ি পরেননি মোস্তাফিজ। তাকে কোলে করে বিয়ের আসরে নিয়ে যেতে চাইলেও তিনি কোলে উঠতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে পায়ে হেটেই বিয়ের মঞ্চে বসেন তিনি। এ সময় নওয়াপাড়া ইউনিয়নের নিকাহ্ রেজিস্টার আবুল বাশার ৫ লাখ ১ টাকা দেনমোহরে মোস্তাফিজ ও সামিয়ার বিয়ে পড়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *