রামগড়ে প্রাথমিক শিক্ষকদের বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন করে ১১তম গ্রেড প্রদানের দাবিতে বৃহস্পতিবার বিকাল ৪ঘটিকার সময় মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সংগঠন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি রামগড় উপজেলা শাখা।
“দাবি মোদের একটাই ১১তম গ্রেড চাই, বেতন নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন চাই, সহকারী প্রধান শিক্ষকের প্রয়োজন নাই’’ এ রকম বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে রামগড় বাজার বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচিটি পালন করে সংগঠনটি।
মানববন্ধন শেষে রামগড় উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি রামগড় শাখার সভাপতি মুহাম্মদ কাশেম আলী, সাধারন সম্পাদক মো: ইয়াকুব, সহ-সভাপতি মো: শাহআলম, যুগ্ন সম্পাদক দিদারুল আলম ও সেলিম পাটোয়ারী প্রমুখ।
Related News

বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই যুবক আটক
ফেনী প্রতিনিধি : ফেনীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২ যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)Read More

মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করলেন নিজাম হাজারী
ফেনী’ প্রতিনিধি ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার ‘ এ শ্লোগানে সারাদেশে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন ওRead More