কারওয়ান বাজারে ভয়াবহ অগ্নিকান্ড | বাংলারদর্পন

নিউজ ডেস্কঃ
রাজধানীর কারওয়ান বাজারে একটি গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। কারওয়ান বাজারে জনতা টাওয়ারের পেছনে একটি গোডাউনে আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ রবিবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ড হয়।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কাজ করছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর কামরুল হাসান বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে কেউ হতাহত হওয়ার খবর জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আগুন লাগার জায়গায় তাঁরা ময়লা পোড়াতে দেখেছেন। সেখান থেকে আগুন ছড়িয়ে যেতে পারে।
Related News

কুলিয়ারচর পৌর নির্বাচনে আওয়ামী লীগের সৈয়দ হাসান সারওয়ার মেয়র নির্বাচিত
মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ : আজ শনিবার (১৬ জানুয়ারি) দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভাRead More

কুলিয়ারচরে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগে মাঠে নেমেছে বীর মুক্তিযোদ্ধাগণ
মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ : নির্বাচনি তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতেRead More