সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় ৫ লাখ টাকার মালামাল জব্দ

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ:
সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪ লাখ ৯৮ হাজার ৮৪৮ টাকার বিভিন্ন মালামাল জব্দ করেছে। শনিবার ভোরে ভোমরার লক্ষিদাড়ি, কাকডাঙ্গা, মাদরা, চান্দুড়িয়া, ঝাউডাঙ্গা, হিজলদি ও তলুইগাছা সীমান্তে অভিযান চালিয়ে উক্ত মালামাল গুলো জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় শাড়ি, চা পাতা, ফেন্সিডিল, বাইসাইকেল, তালাচাবি, গরুর মাংস ও জুতা।
এ ঘটনায় বিজিবি দুই চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়েছে।
আটক চোরাকারবারীরা হলেন, সাতক্ষীরা শহরের রসুলপুর মধুমোল্লারডাঙি এলাকার মিজান গাজির স্ত্রী মুক্তা বেগম (৩০) ও একই এলাকার মহারাম খানের স্ত্রী মঞ্জু বেগম (৩৮)।
বিজিবি জানায়, সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি
ব্যাটেলিয়নের আওতাধীন ভোমরা, কাকডাঙ্গা, মাদরা, চান্দুড়িয়া, ঝাউডাঙ্গা, হিজলদি ও তলুইগাছা বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে উপরোক্ত মালামাল জব্দ করে। জব্দকৃত এ সব মালামালের মূল্য ৪ লাখ ৯৮ হাজার ৮৪৮ টাকা বলে বিজিবি আরো জানায়।
বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News

বাগেরহাট পৌরসভা নির্বাচনে ৩৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
শেখ সাইফুল ইসলাম কবির: বাগেরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই জন মেয়রRead More

কয়রায় প্রধানমন্ত্রী’র দেওয়া জলাধার বিতরণ করলেন সাংসদ বাবু | বাংলারদর্পণ
শেখ সিরাজুদ্দৌলা লিংকন,কয়রা (খুলনা) খুলনার কয়রা উপজেলার আম্পান ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রী কতৃক প্রদেয় খাবার পানিRead More