সুনামগঞ্জ প্রতিনিধি:
নির্ধারিত সময়ে হাওরের বোরো ফসল রক্ষা বাঁধের কাজ সমাপ্ত না করার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ২টায় শহরের আলফাত স্কায়র পয়েন্টে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও কেন্দ্রীয় কমিটির আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্দন অনুষ্ঠিত হয়।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন শুভর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিকাশ রঞ্জন চৌধুরী, সহ-সভাপতি সুকেন্দু সেন, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, কৃষক নেতা রুহুল আমিন,সাংবাদিক একে কুদরত পাশা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, যত দ্রুত সম্ভব হাওরের সকল বাঁধের কাজ সমাপ্ত করতে হবে না হলে আমরা বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও কেন্দ্রীয় কমিটি কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করব।