সাতক্ষীরায় পৃথক সড়ক দূর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ:

সাতক্ষীরায় পৃথক সড়ক দূর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় দেবহাটা উপজেলার কুলিয়া ও বিকালে কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, দেবহাটা উপজেলার বহেরা গ্রামের হযরত আলীর স্ত্রী সাবিকুন নাহার (২৬)  ও কালিগঞ্জ উপজেলার ছনকা গ্রামের মৃত এবাদুল্লাহ শেখের ছেলে ব্যবসায়ী নুর ইসলাম (৭০)।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা কালিগঞ্জ গামী একটি বাস পথিমধ্যে দেবহাটা উপজেলার কুলিয়া গার্লস স্কুলের সামনে পৌঁছালে একটি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সাবিকুন নাহার নিহত হন।

অপরদিকে, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, ব্যবসায়ী নুর ইসলাম বিকালে কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজার রাস্তা পার হয়ে ব্যাংকে যাচ্ছিলেন। এ সময় তিনি দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্টে গুরুতর আহত হন। পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *