একুশ
——
কাওসার আহমেদ
জননীর মুখে শোনেছি যেদিন,
মাতৃভাষার সুর।
হৃদয়ে লালন করে নিয়েছি,
চেতনার বহুদুর।
৫২ এর একুশে, পশ্চিমার বিষে,
চেতনায় হানা।
করুন করিয়া তুলিল সেই একুশ,
একটু খানি বুকে বাধিল না ।
সালাম, শফিক, জব্বার, রফিক,
হারিয়ে তাদের জীবন।
মুক্ত করেছে বাংলা ভাষাকে,
উর্দূ করেছে দমন।
একুশ আমার উঁচু শিরে,
বীরত্ব বহমান।
একুশ আমার মায়ের গৌরব,
মায়ের সম্মান।