পুলিশের বিশেষ অভিযানে সাতক্ষীরায় তিন মাদক বিক্রেতাসহ গ্রেপ্তার ৫০

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ:
সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে তিন মাদক ব্যবসায়ীসহ ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য। এ সময় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৮টি মামলা দায়ের করা হয়।
রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৯ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালা থানা থেকে ৪ জন, কালিগঞ্জ থানা থেকে ৬ জন, শ্যামনগর থানা থেকে ৮ জন, আশাশুনি থানা থেকে ৮ জন, দেবহাটা থানা থেকে ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
Related News

বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে এগিয়ে যাবে ছাত্রলীগ -ছাত্র সমাবেশে এমপি বাবু
শেখ সিরাজুদ্দৌলা লিংকন,কয়রা (খুলনা) : খুলনা ০৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন,Read More

গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে কেশবপুর থানা পুলিশ
রাকিবুল হাসান সুমন, যশোর কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ ইমদাদুল হক ওRead More