নিউজ ডেস্কঃ
গত ৭ জানুয়ারি নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছিল। মন্ত্রীসভার একমাস পূর্ণ হলো। এই একমাসে মন্ত্রীসভার কাজে প্রধানমন্ত্রী সন্তুষ্ট বলে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন। এই সন্তুষ্টির তিনটি কারণ প্রধানমন্ত্রী তাঁর ঘনিষ্ঠদের কাছে উল্লেখ করেছেন।
প্রথমত, মন্ত্রীরা তাঁদের মন্ত্রণালয়ের কাজ নিয়েই ব্যস্ত। দায়িত্বপ্রাপ্ত দুজন মন্ত্রী ওবায়দুল কাদের এবং ড. হাসান মাহামুদ ছাড়া অন্য সবাই মন্ত্রণালয়ের বাইরে কথাবার্তা কম বলছেন। এটা একটা ইতিবাচক দিক।
দ্বিতীয়ত, অধিকাংশ সময় দেখা যায় মন্ত্রীরা দায়িত্ব গ্রহণ করে অনেককিছু করে ফেলার ঘোষণা দেন। অনেক আশার বানী শোনান। বাস্তবে দেখা যায়, সেটা করার কারণ নেই। এবার মন্ত্রিসভায় সবচেয়ে ইতিবাচক দিক হলো মন্ত্রীরা দায়িত্ব নেওয়ার পর কথাবার্তায় সংযত এবং মন্ত্রণালয়ের কাজ আগে বোঝার চেষ্টা করছেন। অতিরিক্ত আশা দিচ্ছেন না।
তৃতীয়ত, মন্ত্রীরা নিয়মিত মন্ত্রণালয়ে যাচ্ছেন। অফিস করছেন এবং নির্বাচনী ইশতেহারের আলোকে এগিয়ে নেওয়ার জন্য কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন। ২০০৮ এবং ২০১৪ দুই মন্ত্রীসভায় দেখা গেছে যে, অনেক মন্ত্রী মন্ত্রণালয়ে ঠিকমতো উপস্থিত থাকতেন না। মন্ত্রণালয়ের কাজকর্মগুলো ঠিকমতো করতেন না। এবারের মন্ত্রীসভায় এর একটা গুনগত পরিবর্তন হয়েছে বলে সরকারের দায়িত্বশীল সূত্র বলছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রে জানা গেছে যে, প্রত্যেকটা মন্ত্রীর কাজ মনিটরিং করা হচ্ছে। তাঁরা কি কাজ করছেন এবং কি কি করছেন তার সবকিছু প্রধানমন্ত্রী পর্যবেক্ষন করছেন। মন্ত্রীরা কঠোর নজরদারির মধ্যেও রয়েছে।