ফেব্রুয়ারিতে উপজেলা নির্বাচনের তফসিল

নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় সংসদ নির্বাচন শেষ করেই এবার দেশের প্রায় ৫০০টি উপজেলা পরিষদের নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমদিকে এ নির্বাচনের তফসিল ঘোষণা করবে করা হতে পারে বলে জানা গেছে।

২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচন যেভাবে ধাপে ধাপে অনুষ্ঠিত হয়েছিল এবারও সেভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশনের নির্বাচন পরিচালনা শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ৬ ধাপে ৪৮৭টিরও বেশি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে হবে একশোর কাছাকাছি উপজেলার নির্বাচন। এ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা হবে চলতি মাসের শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। ২০১৪ সালে নির্দলীয় হলেও আইন সংশোধনের ফলে এবার এ নির্বাচন হবে দলীয় প্রতীকে।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যেসব উপজেলা পরিষদের মেয়াদ জুলাই মাসে শেষ হচ্ছে, ওইসব উপজেলার নির্বাচন ৩১ মার্চের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। জুলাইয়ের পরে যেসব উপজেলা পরিষদের মেয়াদ শেষ হবে, সেগুলোর নির্বাচন পরবর্তীতে সুবিধাজনক সময়ে ঘোষণা করা হবে। আইন অনুযায়ী মেয়াদপূর্তির আগের ছয় মাসের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *