ফেনী প্রতিনিধি :
৩০ তারিখ ভোর ৬টা থেকে প্রতিটি ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ভোট চোর কোন সন্ত্রাসি যেন ভোট কেন্দ্রে আসতে না পারে। অতীতে আমাদের বিজয় চিনিয়ে নিয়েছিল সন্ত্রাসী ও কালো টাকার মালিকরা। এবার সে সুযোগ তাদেরকে দেয়া যাবে না।
শনিবার সকালে দাগনভুঞায় – মাসুদ উদ্দিন চৌধুরীর নির্বাচনি জনসভায় একথা বলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার। 
তিনি আরও বলেন, দেশরত্ন শেখ হাসিনা একজন যোগ্য প্রার্থীকে মহাজোট থেকে মনোনয়ন দিয়েছেন, বঙ্গবন্ধু কন্যার সম্মানার্থে তাকে বিজয়ি করতে হবে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহাজোট প্রার্থী জাতিয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশকে উন্নত দেশে রুপান্তরিত করতে শেখ হাসিনার বিকল্প নেই।
মহাজোট প্রার্থীদের ভোট দিয়ে ফেনীর উন্নয়নে সহযোগীতা করার জন্য ভোটারদের প্রতি অাহ্বান জানান মাসুদ চৌধুরি।
আরও উপস্থিত ছিলেন, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান প্রবাসি অাওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন চৌধুরি, দাগনভুঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির, দাগনভুঞা উপজেলা অা.লীগ সভাপতি- কামাল উদ্দিন, সাধারন সম্পাদক- জয়নাল অাবদীন মামুন, যুগ্ন সম্পাদক- মামুনুর রশিদ প্রমুখ।