ফুলবাড়ী কোল্ড ষ্টোরে চলতি বছর ১ লাখ ২০ হাজার বস্তা আলু ক্রয়ের লক্ষমাত্রা

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের দক্ষিণাঞ্চলের ফুলবাড়ীতে একমাত্র একটি কোল্ডষ্টোর। চলতি বছর ১ লাখ ২০ হাজার বস্তা আলু কোল ষ্টোরে রাখার লক্ষমাত্রা ধরা হয়েছে। তবে ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ, পার্বতীপুর, চিরিরবন্দর, হাকিমপুর, এলাকায় কৃষকেরা আলুর চাষ না করায় বাজারে আলুর চাহিদা বেড়ে গেছে। আলুর দামও বেড়ে যাওয়ায় ফুলবাড়ী কোল্ড ষ্টোরেজ তাদের এজেন্টের মাধ্যমে আলু ক্রয় করতে পারছে না। ফলে চলতি বছর বাজারেই আলুর দাম অনেক বেশী। ফুলবাড়ী কোল্ড ষ্টোরেজ এর ম্যানেজার আলহাজ্ব মোস্তাকিম রহমান (ডালিম) তিনি জানান আমরা কোল্ড ষ্টোরেজের তরফ থেকে আলু ক্রয়ের এজেন্টদেরকে দাম ধরে দিয়েছি। বাজারে যা দাম হবে সেই দামের উপর আলু ক্রয় চলছে। তবে ৩টি চেম্বারে ১ লাখ ২০ হাজার বস্তা আলু রাখার ধারণ ক্ষমতা রয়েছে। কিন্তু এত আলু না পাওয়া গেলে প্রাথমিকভাবে মার্চ মাস পর্যন্ত ৭০ হাজার ব্যাগ আলু পাওয়া যাবে। তবে আলু রাখার একটি চেম্বার ফাকায় পড়ে থাকবে। কারণ গতবছর এই এলাকায় আলুর ফলন ভাল ছিল। কিন্তু চলতি বছর প্রাকৃতিক পরিবেশ ও নানা কারণে কৃষকেরা আলু চাষ করেন নি। এ কারণে বাজারে আলুর চাহিদা বেশী থাকায় আলু পাওয়া যাচ্ছে না। নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জের কৃষক মোঃ মাহবুব আলম বলেন ভাল বীজ না পাওয়ার কারণে এই এলাকায় কৃষকেরা আলু চাষ করতে পারে নি। এ কারণে এই এলাকায় আলুর উৎপাদন কম হয়েছে। ফুলবাড়ী কোল্ড ষ্টোরেজ (প্রা:) লি: এ চলতি বছর কৃষক, ব্যবসায়ীরাই আলু কোল্ড স্টোরেজে রাখছেন। যাতে করে আগামী বছর দাম পাওয়া যায়।
Related News

ফেনীতে দালাল ছাড়া মিলছে না পাসপোর্ট, সেবা গ্রহীতাদের চরম ভোগান্তি | বাংলারদর্পণ
জহিরুল হক মিলন, ফেনী ফেনীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালের মাধ্যমে অতিরিক্ত ফি বা উৎকোচ ছাড়াRead More

জরাজীর্ণ মঙ্গলকান্দি উপ-স্বাস্থ্যকেন্দ্র : চিকিৎসা কার্যক্রম ব্যহত | বাংলারদর্পণ
গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী : সোনাগাজী উপজেলার ৩নং মঙ্গলকান্দি ইউনিয়নে মঙ্গলকান্দি উপ-স্বাস্থ্যকেন্দ্রটির জরাজীর্ণ ভবনে অস্বাস্থ্যকরRead More